আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নিরাপত্তা তদারকির জন্য ১২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এ পরীক্ষার মাধ্যমে অন্যান্য ক্যাডারের পাশাপাশি নতুন ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য প্রার্থীদের বাছাই করা হবে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা রাজধানীর ১১৩টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রার্থীদের একাধিক নির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) উত্তর দিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কন্ট্রোল রুমে থাকবেন, যাদের ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী বিচারিক ক্ষমতা থাকবে।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে।
বিডি-প্রতিদিন/বাজিত