বরিশালের গৌরনদীতে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আশোকাঠি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম আব্দুর রশিদ খান (৬০)। তিনি পটুয়াখালীর বাউফল পৌরসভার বাংলাবাজার এলাকার সবেদ আলী খানের ছেলে।
গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান জানান, আব্দুর রশিদ খান অন্তরা পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে বাসটি আশোকাঠি ফিলিং স্টেশনে যাত্রাবিরতি দেয়। তখন তিনি মহাসড়ক পার হয়ে চা পানের জন্য যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সেভেন স্টার পরিবহনের একটি বাস এসে তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
তিনি বলেন, “লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।”
বিডি প্রতিদিন/আশিক