ঝালকাঠি প্রেসক্লাবের সদ্য প্রয়াত সভাপতি কাজী খলিলুর রহমানের নামে ক্লাবের মিলনায়তনের নামকরণ করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি আল-আমিন তালুকদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আককাস সিকদার। সভার শুরুতে প্রয়াত সভাপতি কাজী খলিলুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তার সম্মানে সভাপতির আসনটি খালি রাখা হয়।
সভায় সদস্যরা প্রয়াত সভাপতির অবদান স্মরণ করে বক্তব্য রাখেন এবং মিলনায়তনের নামকরণের প্রস্তাবের পক্ষে মতামত দেন। বক্তারা বলেন, কাজী খলিলুর রহমান ঝালকাঠির সাংবাদিক সমাজের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে মিলনায়তনের নামকরণ করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, কাজী খলিলুর রহমানের নামে মিলনায়তনের নামকরণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়— এটি তার আদর্শ, সততা ও কর্মপ্রেরণাকে নতুন প্রজন্মের সাংবাদিকদের মাঝে ছড়িয়ে দেবে। প্রেসক্লাবের সদস্যরা এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও ঐতিহাসিক বলে অভিহিত করেন।
বিডি প্রতিদিন/হিমেল