টি-২০ এশিয়া কাপ খেলে দেশে ফেরেনি বাংলাদেশ ক্রিকেট দল। বাজে ব্যাটিংয়ে ফাইনাল খেলতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলতে রয়ে যায় মরুরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে। শারজায় খেলছে টি-২০ সিরিজ। আবুধাবি শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ তিনটি যথাক্রমে ৮, ১১ ও ১৪ অক্টোবর। ওয়ানডে সিরিজের জন্য গতকাল বিসিবি ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। পাঁজরের ব্যথায় আফগানিস্তান সিরিজ মিস করছেন লিটন দাস। তাঁর অবর্তমানে টি-২০ সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি অনীক। ওয়ানডে সিরিজের অধিনায়ক স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছেন টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়ে খেলবেন আফগানদের বিপক্ষে। দলে প্রথমবার ডাক পেয়েছেন সাইফ হাসান। তাঁকে নেওয়া হয়েছে টি-২০ এশিয়া কাপে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য। ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা থেকে আমিরাত যাচ্ছেন পাঁচ ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও নাহিদ রানা। বাঁ হাতি ওপেনার নাঈম শেখ থাকলেও ভিসা জটিলতায় অন্যদের সঙ্গে যেতে পারেননি। এর আগে টি-২০ স্কোয়াডে সুযোগ পেয়েও ভিসা জটিলতায় খেলতে যেতে পারেননি সৌম্য সরকার। দুই দল সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে শারজায়। সিরিজটি আফগানিস্তান জিতেছিল। দুই দল এখন পর্যন্ত ম্যাচ খেলেছে ১৯টি। ১১টি জিতেছে বাংলাদেশ এবং হেরেছে ৮টি।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : মেহেদি হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি অনীক, শামীম হোসেন পাটোয়ারি, কাজি নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।