আমেরিকার তরুণ পর্বতারোহী বালিন মিলার ইয়োসেমাইট দুর্ঘটনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল মাত্র ২৩ বছর। তার মা জেনিন মুরম্যান এই তথ্য নিশ্চিত করেছেন। মিলার বিখ্যাত এল ক্যাপিটান শৃঙ্গের (৩ হাজার ফুট উঁচু পাহাড়ি প্রাচীর) 'সি অব ড্রিমস' পথ ধরে আরোহনের চেষ্টা করছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে।
তার মায়ের ভাষায়, এটা অকল্পনীয়। বিস্তারিত এখনও জানা যায়নি। তবে নিশ্চিত যে পৃথিবী এক অসাধারণ মানুষকে হারালো। ছেলেকে তিনি কৌশলী, কৌতূহলী ও সবসময় প্রাণবন্ত বলে বর্ণনা করেছেন।
বালিন মিলার সম্প্রতি নিজের অঙ্গরাজ্য আলাস্কায় বরফ ও আল্পাইন পর্বতারোহণ সম্পন্ন করেছিলেন। তিনি ইয়োসেমাইটে একটি রুট নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতেন। পর্বতারোহণের জগতে মিলার ছিলেন পরিচিত মুখ। তিনি টিকটকে লাইভে আরোহণ দেখাতেন।
তাকে 'অরেঞ্জ টেন্ট গাই' বলা হতো তার উজ্জ্বল কমলা রঙের তাঁবুর কারণে। আরোহণের সময় তিনি গালে ঝিলমিল রূপালি গ্লিটারও দিতেন, যেটাকে তিনি যোদ্ধার যুদ্ধের আগে সাজসজ্জার সঙ্গে তুলনা করতেন।
মায়ের স্মৃতিচারণায় জানা যায়, ছোটবেলায় বাবার হাত ধরেই তিনি প্রথম পাহাড়ে ওঠেন। প্রথমে আলাস্কার পাহাড়, পরে বিশ্বের নানা প্রান্তে ঘুরে ঘুরে তিনি অভিযানে নামেন। জীবনযাপন ছিল একেবারেই সাধারণ একটি ছোট গাড়িতেই (প্রিয়াস) থাকতেন, সামান্য আয়ে নিজের বড় ভালোবাসা পর্বতারোহণ চালিয়ে যেতেন।
গত জুনে তিনি আলাস্কার সর্বোচ্চ শৃঙ্গ ডেনালি (মাউন্ট ম্যাককিনলি) জয় করেছিলেন এককভাবে 'স্লোভাক ডাইরেক্ট রুট' ধরে। এটি তার বড় অর্জন হিসেবে বিবেচিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল