আর্জেন্টিনায় বিজ্ঞানীরা এক নতুন প্রজাতির ডাইনোসর আবিষ্কার করেছেন। এটির মুখে পাওয়া গেছে প্রাচীন এক কুমিরের হাড়। বিজ্ঞানীরা মনে করছেন, এ ডাইনোসর প্রায় ২৩ ফুট লম্বা ছিল এবং এর নখ ছিল অত্যন্ত শক্তিশালী।
নতুন প্রজাতিটি মেগার্যাপ্টরান (এক ধরনের ডাইনোসরের দল, যাদের লম্বাটে মাথা ও বিশাল নখ ছিল) পরিবারের অন্তর্ভুক্ত। এরা কোটি বছর আগে দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়ার কিছু অংশে বিচরণ করত।
আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলের লাগো কোলহুয়ে হুয়াপি শিলাস্তর থেকে এই জীবাশ্ম উদ্ধার করা হয়। গবেষকরা মাথার একটি অংশ, হাত, পা ও লেজের হাড় পেয়েছেন। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে এটি একেবারেই নতুন প্রজাতি।
নতুন প্রজাতিটির নাম রাখা হয়েছে ‘জোয়াকিনর্যাপ্টর কাসালি’। এটি প্রায় ৬৬ থেকে ৭০ মিলিয়ন বছর আগে বেঁচে ছিল—অর্থাৎ ডাইনোসরের বিলুপ্তির সময়ের কাছাকাছি। গবেষণায় দেখা গেছে, মৃত্যুকালে এর বয়স ছিল অন্তত ১৯ বছর। তবে কীভাবে এর মৃত্যু হয়েছিল তা এখনো স্পষ্ট নয়।
মুখে পাওয়া কুমিরজাতীয় প্রাণীর সামনের পায়ের হাড় বিজ্ঞানীদের কাছে ইঙ্গিত দিচ্ছে যে, এটি হয়তো শিকারি ছিল এবং সেই সময়ে খাদ্যশৃঙ্খলে শীর্ষে অবস্থান করত।
আবিষ্কারকারী দলটির সদস্য লুসিও ইবিরিকু জানান, এ ডাইনোসরের নাম রাখা হয়েছে তার ছেলে জোয়াকিনের নামে। তিনি বলেন, সব শিশু ডাইনোসরকে ভালোবাসে, আমার ছেলেও হয়তো খুশি হতো।
বিডিপ্রতিদিন/কবিরুল