চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে চলন্ত ট্রেনের ধাক্কায় রেললাইনের ওপর থেকে ছিটকে পড়ে সিএনজিচালিত অটোরিকশা। এতে সিএনজির আরোহী মা-মেয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন- মাকসুদা বেগম (৪৫) ও তার মেয়ে সানজিদা সুলতানা (২৫)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা বাজারের টিএনটি এলাকায়।
গতকাল সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া ওয়াবদা রোডের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, অটোরিকশাটি রেলগেট অতিক্রম করার সময় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও মেয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
ট্রাকের ধাক্কায় দুই ট্রাক চালক নিহত
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু এলাকায় একটি বিকল ট্রাককে আরেকটি অজ্ঞাত ট্রাক ধাক্কা দিলে রাকিব (৩৫) ও সাগর (২৫) নামে দুই ট্রাকচালক নিহত হন। গতকাল ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন জানান, একটি ট্রাক কাঁচপুর সেতুর ওপর বিকল হয়ে পড়ে। এ সময় অন্য একটি ট্রাকের চালক মিলে দুজনে সচল ট্রাকের সঙ্গে বাঁশ ও রশি দিয়ে বাঁধছিল টেনে নেওয়ার জন্য। তখন ট্রাকের পিছন দিক থেকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে উভয়ই দুটি ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ভোর পৌনে ৬টার দিকে ঢাকা অভিমুখী লেন এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাকিব ময়মনসিংহের গফরগাঁও থানার বাসিন্দা ও নিহত সাগর রংপুরের বাসিন্দা। নিহত দুজনের লাশ অনুমতি সাপেক্ষে বিনা ময়নাতদন্তেই দাফনের উদ্দেশে স্বজনরা নিয়ে যাচ্ছেন
নাটোরে মোটরসাইকেলসহ পুকুরে পড়ে যুবকের মৃত্যু
নাটোর প্রতিনিধি : পূজা দেখে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ পুকুরে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল সকালে জেলার নাটোর-কাদিরাবাদ সেনানিবাস আঞ্চলিক সড়কের দিয়ারভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন কুমার (৩৩) জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাগান গ্রামের সুনীল কুমারের ছেলে। নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান জানান, সুজন কুমার মোটরসাইকেল নিয়ে আত্মীয় বাড়িতে পূজা দেখে নিজ বাড়িতে ফিরে আসার পথে দিয়ারভিটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যান।
ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ নিহত ২ : ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। গতকাল বিকালে সদর উপজেলার নগর বাথান এলাকায় আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-নগর বাথান গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও জীবননগর উপজেলার বাসিন্দা সিফাত (৮)।