যুক্তরাষ্ট্রে দেনার দায়ে স্বল্প ও মাঝারি আয়ের মানুষের বসতবাড়ি নিলামে ওঠার হার গত বছরের তুলনায় ১৯% বেড়েছে। সহায়-সম্পদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণকারী সংস্থা ‘অ্যাটম’র সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মাসে ৩৬ হাজার ৭৬৬টি বাড়ি নিলামে উঠেছে। আর এ সংখ্যা আগের মাস সেপ্টেম্বরের তুলনায় ৩% বেশি। গত আট মাসে বেড়েছে নিলামে ওঠার হার। ‘অ্যাটম’র বিশ্লেষণ অনুযায়ী, গত এক দশকে মোটামুটি স্থিতিশীল ছিল নিলামে ওঠার সংখ্যা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে আমেরিকানদের আয়ের পরিধি বাড়েনি কয়েক বছর। বরং অনেক ক্ষেত্রেই তা সংকুচিত হয়েছে। ফলে দেনার দায় ক্রমান্বয়ে নাজুক অবস্থায় চলে যাওয়ায় ব্যাংকের কিস্তি নিয়মিতভাবে পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।
‘অ্যাটম’র তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বাড়ি নিলামে উঠেছে ফ্লোরিডা স্টেটে। এর পরের অবস্থানে রয়েছে সাউথ ক্যারোলিনা, দেলওয়ার এবং নেভাদা স্টেট। এ বছরের জুন পর্যন্ত ছয় মাসে ১ লাখ ৮৭ হাজার ৬৫৯টি বাড়ি দেনার দায়ে নিলামে উঠেছে। গত বছরের একই সময়ের চেয়ে তা ৫.৮% বেশি।
এ বিষয়ে বস্টন ইউনিভার্সিটির অর্থনীতির সহযোগী অধ্যাপক অ্যাডাম গুরেন বলেন, প্রতিটি নিলামে ওঠার নেপথ্যে রয়েছে মানবিক বিপর্যয়কর পরিস্থিতির চিত্র। সামাজিক অপরাধের মাত্রা এবং বিবাহবিচ্ছেদের ঘটনাও বৃদ্ধি পেয়েছে।