রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগরী উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তবে কে বা কারা গুলি করেছে, তাৎক্ষণিক জানাতে পারেননি।
আমিনুল হক বলেন, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, মাদক ও ঝুট ব্যবসার দ্বন্দ্বে কিবরিয়ার বুকে পরপর পাঁচটি গুলি করে দুর্বৃত্তরা। কিবরিয়া খুনের ঘটনায় পল্লবী-মিরপুরসহ আশপাশে উত্তেজনা বিরাজ করছে। এদিকে গতকাল সন্ধ্যায় উত্তরা দিয়াবাড়ীতে অজ্ঞাত একজনের গলা কাটা লাশ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।