সচিবালয়ে সরকারি কর্মচারীদের একাংশ বিক্ষোভ করেছে। তারা অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণসহ কয়েকটি দাবি জানিয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে কর্মরত কয়েকজন কর্মচারী মিছিল শুরু করেন। পরে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন এবং নানা স্লোগান দেন।
বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলো হলো- যৌক্তিক দাবিদাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগে অর্থ বিভাগের সচিব ও কয়েকজন কর্মকর্তার অপসারণ। নভেম্বরের মধ্যে নতুন বেতন কমিশন বাস্তবায়ন। ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদনাম পরিবর্তন।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর সাংবাদিকদের বলেন, আমরা চাই আমাদের যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নিক। এজন্য কর্মচারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এর আগে চলতি বছরের জুন মাসে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা টানা কয়েক দিন বিক্ষোভ করেন। পরে সরকার ওই অধ্যাদেশ সংশোধন করে।