গণপরিষদ নির্বাচনের দাবিতে উচ্চকণ্ঠ হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতি। গতকাল রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে দলটি। সভায় গণপরিষদ নির্বাচনের দাবিতে সরকার ও বিএনপিকে উদ্দেশ করে বিস্ফোরক মন্তব্যের ঝড় তোলেন এনসিপি নেতারা। দলের সদস্য সচিব আখতার হোসেন পুরোনো এস্টাবলিশমেন্টের শিকল ভেঙে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দিকে যেতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নতুন সংবিধানের বন্দোবস্ত না হলে রাজপথে ফিরে যেতে একটুকুও সময় লাগবে না এনসিপির। প্রধান উপদেষ্টার উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের মানুষ আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যারের চোখ পড়ে না। উনাকে লন্ডন যেতে হয়। তিনি লন্ডনে গিয়ে সিজদাহ দিয়েছেন। সিজদার মাধ্যমে, ওহির মাধ্যমে উনি আদেশ পেয়েছেন। সেটা একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এ সংবিধানের অধীনে। কিন্তু আপনার সিজদাহ তো ঠিক হয়নি। আপনার সিজদাহ দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি। কারণ জনগণ আপনাকে বসিয়েছে। সেই সিজদাহর মাধ্যমে আপনি সঠিক দিকনির্দেশনা পাবেন। তিনি বলেন, নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে। বর্তমান সংকটের একমাত্র পথ এটি। এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে। দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদে যায়নি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইউনূস সরকারের কাছে আমি আবেদন করছি, দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য ওই সময় সরকার গঠন হয়েছিল। দেশ যদি এখন স্থিতিশীল হয়, আপনি যদি মনে করেন নির্বাচন দেবেন। আমরাও মনে করি, দেশ যদি স্থিতিশীল হয়, তাহলে আপনি আমাদের একটি সংবিধান দিন। যদি না পারেন তাহলে আপনারও বৈধতা থাকবে না। কারণ আপনি যে সংবিধানের ১০৬-এর মাধ্যমে আছেন আপনার বৈধতা খুঁজে পেতে অনেক কষ্ট হবে। প্রধান উপদেষ্টার বৈধতা হলো জনগণ। জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক দলকে সঙ্গে না নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে করা উচিত ছিল। দেশের ৬০ শতাংশ মানুষ সংস্কার চায়। বিএনপির নেতা-কর্মী সবাই মিলে ৬০ শতাংশও হবে না। ভারতের দাদাবাবুদের এখন শেখ হাসিনাকে প্রয়োজন নেই। এখন তারা জাতীয়তাবাদী ব্যানারের আড়ালে ষড়যন্ত্র করবে। তিনি আরও বলেন, ‘এনসিপি আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা করেনি। মিডিয়া ভুল তথ্য ছড়াচ্ছে।’ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন যেদিন খুশি হোক, কিন্তু নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন হতে হবে। আগের যে রাষ্ট্রব্যবস্থা ফেইল করেছে তা এ সংবিধানের জন্যই। বর্তমান সংবিধান টেক্সট বুক অব ফ্যাসিজম। আসন বণ্টনের সমঝোতার নির্বাচন আর রাতের ভোটের নির্বাচন একই, আমরা সে ধরনের নির্বাচন চাই না। আসন দিয়ে এনসিপিকে কেনা সম্ভব নয়। মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণ অভ্যুত্থানের প্রথম সারির নেতাদের চরিত্র হরণের কাজ করছে বলেও অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা। তিনি বলেন, মিডিয়া দিয়ে চরিত্র হনন করেও কেনা যাবে না। ধানমন্ডি ছেড়ে সরকারি কর্মকর্তারা এখন গুলশানে লাইন দিচ্ছেন বলেও অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ।
শিরোনাম
- মাছের ঘের নিয়ে গোলাগুলি, কক্সবাজারে নিহত ১
- উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!
- বিশ্বের প্রথম স্মার্টফোন: কোন কোম্পানির, কেমন ছিল সেই ডিভাইস
- আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা
- কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
এনসিপি নেতাদের বিস্ফোরক মন্তব্য
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর