মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে, তাই সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি চলতে পারে আজসহ আগামী তিন দিন। এ সময় দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি বিদায় নেবে মৌসুমি বায়ু বা বর্ষাকাল। এর আগে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। তারপর অনেকটাই কমে আসবে বৃষ্টি।