নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির সময় পুলিশ ও চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মেঘনা নদীর নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মেঘনা নদীতে দীর্ঘদিন পার্শ্ববর্তী কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদসহ ২০-৩০ জনের একটি বাহিনী বালু ও মালবাহী বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজি করে আসছিল। গতকাল নৌযান নুনেরটেক এলাকা দিয়ে যাওয়ার সময় তারা টেঁটা, বল্লম, রামদা ও দেশি অস্ত্র নিয়ে নৌযানগুলোতে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় একটি বাল্কহেডের দুই শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা। খবর পেয়ে নৌপুলিশ সদস্যরা অভিযান চালালে তাদের ওপর টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে চাঁদাবাজরা। হামলায় এএসআই মাকসুদ এবং পুলিশ সদস্য সাইদুল ও সোহাগ রক্তাক্ত আহত হন। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বারেকের ছেলে রানা ও সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।