দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এতে ইতিহাস গড়ে সর্বোচ্চ দামে পৌঁছেছে মূল্যবান এ ধাতুটি। এক দিনের ব্যবধানে নতুন করে ভরিপ্রতি ১ হাজার ৪৬৯ টাকা বাড়ানো হয়েছে ২২ ক্যারেট স্বর্ণের দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আজ থেকে নতুন এ দাম কার্যকর হবে। গতকাল বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সভায় দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরি ১ হাজার ৪৬৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ হাজার ৩৯৯ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ হাজার ২০১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা। সনাতনী পদ্ধতির স্বর্ণের ভরি ১ হাজার ২৭ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা। এ ছাড়া রুপার দামও সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
এর আগে গত ৬ অক্টোবর স্বর্ণের দাম বাড়িয়ে ভরিপ্রতি ২ লাখ ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে নতুন সমন্বয়ের ফলে সেই রেকর্ড ভেঙে গেছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেজাবী বা কাঁচা স্বর্ণের দাম বাড়ার প্রভাবই দেশের বাজারে দ্রুত পড়ছে, যার ফলে স্থানীয় বাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।