মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা মানছেন না অসাধু জেলেরা। মেঘনা নদীতে ড্রোন দিয়েও থামানো যাচ্ছে না ইলিশ শিকার। প্রশাসন আটক করে জেল-জরিমানা করলেও সুযোগ পেলেই মাছ শিকারে নেমে পড়ছেন জেলেরা।
মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা মনির দেওয়ান বলেন, ইঞ্জিনবিহীন নৌকা নিয়ে জেলেরা নদীতে জাল ফেলে। ওই জালের রশি এনে নদীর তীরে বেঁধে রাখা হয়। পরে রশি টেনে জাল তীরে আনে। প্রতিবার সর্বনিম্ন ৫-৬টি, সর্বোচ্চ ১০-১২টি ইলিশ ওঠে।
তবে প্রকৃত জেলেরা মাছ ধরতে নদীতে নামেন না বলে জানিয়েছেন প্রবীণ জেলে মোতালেব হোসেন ব্যাপারী। হিজলার মেঘনা নদীর তীর বতুয়া গ্রামের বাসিন্দা এই জেলে বলেন, অন্য পেশার মানুষ এখন নদীতে জাল ফেলে মাছ ধরে। নিষেধাজ্ঞার সময় তারা এ কাজ করে। এসব মানুষ দস্যু প্রকৃতির। তারা দু-একবার জেল খেটে এসেছে।