ঝিনাইদহ জজ কোর্ট প্রাঙ্গণে প্রকাশ্যে মনঞ্জুরুল বিশ্বাস (৩৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গতকাল দুপুরে এনেক্স ভবনের পেছনের চায়ের দোকান গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহত মনঞ্জুরুল বিশ্বাস শহরের পাগলাকানাই এলাকার বাসিন্দা। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে। জানা গেছে, মনঞ্জুরুলের স্কুলপড়ুয়া ছেলে তার সহপাঠীর কাছ থেকে ২০ টাকা ধার নেয় এবং টাকা ফেরত দিলেও সহপাঠী তার সাইকেল আটকে রাখে। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সহপাঠী তার ভাই শাহ আলমকে (স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য) ডেকে এনে মারধরের হুমকি দেয়।
ঘটনার খবর পেয়ে মনঞ্জুরুল স্কুলে এসে মীমাংসার চেষ্টা করেন। পরে শাহ আলম মীমাংসার কথা বলে মনঞ্জুরুলকে জজ কোর্ট প্রাঙ্গণে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গেলেও এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।