রাজধানীর ডেমরায় চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোরে শাপলা চত্বর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো টি-শার্ট।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শাপলা চত্বরের পাশে একটি নির্মাণাধীন ভবনে চুরির উদ্দেশে ওই যুবক প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে।
এমন সন্দেহে ভবনের কেয়ারটেকার, শ্রমিক ও আশপাশের কয়েকজন মিলে ওই যুবককে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।