দেশের বিভিন্ন অঞ্চলে সংকটাপন্ন অবস্থায় থাকা নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ বুধবার ঢাকার পানিভবনে অনুষ্ঠিত নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের ৫৬তম সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, 'যেসব নদী পলি পড়ে মরে যাচ্ছে বা সংকটাপন্ন অবস্থায় রয়েছে, সেগুলোর তালিকা তৈরি করতে হবে। যেগুলোকে রক্ষা করা সম্ভব, সেগুলোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।'
তিনি নদী গবেষণা ইনস্টিটিউটকে দেশের বিভিন্ন অঞ্চলের সংকটাপন্ন নদীগুলোর একটি সমন্বিত তালিকা প্রণয়নের নির্দেশ দেন। সেইসঙ্গে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে অর্থায়নের সম্ভাবনা বিবেচনায় রেখে একটি বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনাও দেন।
উপদেষ্টা বলেন, 'আমাদের খুঁজে বের করতে হবে কোন কোন নদী কোথায় সংকটাপন্ন অবস্থায় রয়েছে। সেইসঙ্গে এ সংকটের কারণ চিহ্নিত করে করণীয় নির্ধারণ করতে হবে।'
এ লক্ষ্যে তিনি বুয়েট, সিইজিআইএস, নদী গবেষণা ইনস্টিটিউট, মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বোর্ড সদস্য নিয়ে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেন। এই কমিটি নদীগুলোর অবস্থা যাচাই করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।
সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এনায়েত উল্লাহ, সিইজিআইএস'র নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, গবেষক ও অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (যুগ্মসচিব) আবু হোরায়রা প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা