চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের নবম তলায় থেকে ছিটকে পড়ে নিহত নোয়াখালীর সুবর্ণচরের ৩ নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
মঙ্গলবার (২২ জুলাই) সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে নিহত নির্মাণ শ্রমিক মো. হাসান, ফখরুল ইসলাম ও রাশেদের বাড়ি গিয়ে ছাত্রদল নেতা নাছিরের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল।
পরিবারের উপাজর্নক্ষম ব্যক্তিদের মৃত্যুর পরে ওই তিন পরিবারে আয়ের পথও বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোর পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও সুবর্ণচরের সন্তান নাছির উদ্দীন।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলের বিপরীতে একটি ভবনে গত শুক্রবার দুপুরে কাজ করার সময় নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তিনজন শ্রমিক।
নিহতরা হলেন— সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মো. হাসান (৩৬), ফখরুল ইসলাম (৩৯) ও রাশেদ (২৭)। নিহত রাশেদের স্ত্রী মৃত্যুর একদিন পরই এক সন্তানের জন্ম দেন।
বিডি প্রতিদিন/জামশেদ