অবশেষে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দীর্ঘ ৫১ বছরের অপেক্ষার অবসান ঘটালেন যশস্বী জয়সওয়াল। এই ঐতিহাসিক ভেন্যুতে ভারতীয় কোনো ওপেনারের ফিফটি করার দেখা মেলেনি ১৯৭৪ সালের পর। সেই বছরই সর্বশেষ ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার করেছিলেন ৫৮ রানের ইনিংস। সেই রেকর্ড স্পর্শ করেই এবার ইতিহাসে নিজের নাম লেখালেন জয়সওয়াল।
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। গাভাস্কারের পর ভারত ওল্ড ট্র্যাফোর্ডে আরও তিনটি টেস্ট খেললেও কোনো ওপেনারই ফিফটির দেখা পাননি। আজ সেই শূন্যতা পূরণ করলেন জয়সওয়াল। তার সঙ্গী লোকেশ রাহুলও ছিলেন কাছাকাছি, তবে ৪৬ রানেই থেমে যেতে হয় তাকে।
জয়সওয়ালের এই ইনিংসের মাধ্যমে আরও কিছু কীর্তিও গড়া হলো। ইংল্যান্ডের বিপক্ষে ১০০০ রানের মাইলফলক ছোঁয়া দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হয়েছেন তিনি। মাত্র ১৬ ইনিংসে এই কীর্তি গড়েন, যা আগেও পেরেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। দ্রুততম হিসেবে ১৫ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়।
এছাড়া, ২৩ বছর বয়সে ভারতের হয়ে সর্বোচ্চ রানের তালিকায়ও উঠে এসেছেন জয়সওয়াল। ২০৮৯ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন তিনি। এই তালিকার শীর্ষে থাকা শচীনের নামের পাশে রয়েছে ৩৬১৭ রান। বয়স মাত্র ২৩ বছর ২০৭ দিন—জয়সওয়ালের সামনে তাই রানের পাহাড় গড়ার পথ এখনো খোলা।
বিডি প্রতিদিন/নাজিম