শিক্ষক সংকটসহ সাত দফা দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। কলেজটির প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে তারা এই কর্মসূচি পালন করে। অন্যদিকে, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলসহ এক দফা দাবিতে নগরীতে বিক্ষোভ করেছে। বুধবার দুই কলেজের শিক্ষার্থীরা পৃথকভাবে এই কর্মসূচিগুলো পালন করে।
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা জানান, দুপুর ১২টায় কলেজের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবি উপস্থাপন করেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে বিভিন্ন স্লোগান দেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে তা রাজপথে নিয়ে যাওয়া হবে।
এদিকে, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সকালে এক দফা দাবিতে বিক্ষোভ করেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) মডেলের আদলে কলেজ পরিচালনার দাবি জানান। সকাল ১০টায় নগরীর লঞ্চঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদর রোডে অবস্থিত অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিআইটি মডেলের মতো একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠন করতে হবে। এছাড়া প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/জামশেদ