বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী উক্যছাইং মারমার (৯) মর্মান্তিক মৃত্যুতে পাহাড়ে যেন কান্না থামছে না। সন্তানের পোড়া জামা-কাপড় আর পুরোনো স্মৃতি মনে করে আহাজারি চলছে তার বাবা-মায়ের। একমাত্র কলিজার টুকরাকে হারিয়ে পাগলপ্রায় তারা। শোকাহাত পারিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা যেন হারিয়ে ফেলেছে পাহাড়বাসী। এদিকে, গতকাল দুপুর দেড়টায় ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে পারিবারিক শ্মশানে দাহক্রিয়া সম্পন্ন হয় উক্যছাইং মারমার। এ সময় শ্মশান এলাকায় ভিড় করেন স্থানীয়রা। আত্মীয়-স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। বিশেষ করে ভেঙে পড়েছে ছেলেটির দাদা-দাতি। দাদু ভাইয়ের ছবি বুকে জড়িয়ে ধরে কান্না যেন থামছেই না তাদের। এর আগে গত ২২ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একটি লাশবাহী গাড়িতে করে নিজ বাড়িতে আনা হয় উক্যছাইং মারমার লাশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙালহালীয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার বাসিন্দা উসাইমং মারমা ও তেজি প্রু মারমা। তাদের একমাত্র সন্তান ছিলেন উক্যছাইং মারমা। ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য পাহাড় ছেড়ে নিয়ে যান রাজধানী ঢাকায়। সেখানকার মাইলস্টোন স্কুলে ভর্তি করান আদরের ছোট্ট ছেলেকে। ঢাকায় খালার বাসায় থেকে বাবা-মাকে ছেড়ে পড়ালেখা করত উক্যছাইং মারমা। স্বপ্ন ছিল বড় হয়েছে ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু কে জানত তার সেই স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে! মা তেজি প্রু মারমা বলেন, ‘ঘটনার দিন আমরা রাঙামাটি ছিলাম। যখন টিভিতে দেখলাম মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে, তখনই কলিজা মোচর দিয়ে উঠেছিল। কারণ সে স্কুলে আমার একমাত্র সন্তান পড়ালেখা করে। আমরা সেদিনই ঢাকার উদ্দেশে রওনা দিই। যেতে যেতে প্রার্থনা করেছিলাম আমার ছেলে যেন সুস্থ থাকে। কিন্তু হাসপাতালে দগ্ধ সন্তানকে দেখে বুঝলাম, তাকে আমরা হারিয়ে ফেলেছি।’ বাবা উসাইমং মারমা বলেন, ‘আমার আর কেউ নেই। আমার একটাই সন্তান। অনেক আদরের ছিল সে। তার সঙ্গে কেন এমন হলো! তাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল। এখন আমরা কী নিয়ে থাকব!’ কথা বলতে বলতে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি।
শিরোনাম
- অন্ধ ও কিশোর ভ্রাম্যমাণ বিক্রেতার পাশে বসুন্ধরা শুভসংঘ
- নাঙ্গলকোটে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম ও যুবদল নেতার মৃত্যু
- উন্মোচিত হল আইফোন ১৭ সিরিজ, নতুন ঘড়ি, ইয়ারবাড ও অ্যাপস
- নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রীর সঙ্গে খাদ্য উপদেষ্টার বৈঠক
- দেখা মিললো বিরল পরিযায়ী খয়রাপাখ পাপিয়া পাখির
- বিয়ের প্রতিবাদ করায় বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু
- মাধ্যমিকে ‘ইসলাম শিক্ষা’ আবশ্যিক করার দাবিতে দিনাজপুরে স্মারকলিপি প্রদান
- হবিগঞ্জে ৪০ টাকা নিয়ে সংঘর্ষে আহত ৩৫
- চানখাঁরপুল হত্যা মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ফিলিস্তিনি মেয়রসহ চারজনকে আটক করল ইসরায়েল
- কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি : মামলায় অভিযোগ গঠন মঙ্গলবার
- মহেশখালীর পাহাড়ে যৌথ অভিযানে ১০ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
- যশোরে ১৭ স্বর্ণবারসহ যুবক আটক
- জামালপুরে ইভটিজিংয়ের দায়ে যুবকের ছয় মাসের কারাদণ্ড
- রংপুরে সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- জামালপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
- নাসার মহাকাশ কর্মসূচিতে চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা
- কারচুপিসহ নানা অভিযোগে জাকসু নির্বাচন বর্জন ছাত্রদলের
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'সর্বজনীন শিক্ষার্থী সংসদ' প্যানেল ঘোষণা
মাইলস্টোন ট্র্যাজেডি
উক্যছাইং মারমার মৃত্যুতে শোকাহত পাহাড়বাসী, দাহ সম্পন্ন
রাঙামটি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর