রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে খেলছিল তৃতীয় শ্রেণির ছাত্রী শেখ সায়েবা মেহেজাবিন। মা স্কুল চত্বরে প্রবেশ করলে তাকে দেখেই মেয়ে হাসিমুখে দোলনা ছেড়ে ডাক দিল ‘আম্মু’। ঠিক তখনই যুদ্ধবিমানটি স্কুলে বিধ্বস্ত হলে আগুনে পুড়ে যায় শিশুটির শরীর। গতকাল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পঞ্চম তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ডের সামনে মা শারমিন ইয়াসমিন সুরভী ঘটনার বর্ণনা দেন। তার চোখে অশ্রু ও কণ্ঠে অপরাধবোধ। সুরভী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি যদি আর পাঁচ মিনিট আগে স্কুলে যেতাম, তাহলে ও পুড়ত না। ওর শরীরের এক-চতুর্থাংশ এখন পুড়ে গেছে। বারবার জিজ্ঞেস করছে, ‘তুমি কেন দেরি করলে আম্মু?’ ওইদিন দুপুরে ক্লাস শেষ করে সহপাঠীদের সঙ্গে মাঠে খেলছিল আয়েশা। একসময় দোলনায় বসে মায়ের অপেক্ষায় ছিল সে। সেই মুহূর্তেই বিমানটি বিধ্বস্ত হয়। আগুনে ঝলসে যায় তার পিঠের অংশ। পরে প্রত্যক্ষদর্শীদের একজন ও এক শিক্ষক দৌড়ে গিয়ে পানির বোতলে আগুন নেভানোর চেষ্টা করেন। তারা দুজনই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন। আগুনে তার শরীরের ২২ শতাংশ পুড়ে যায়। শারমিন বলেন, ‘বিস্ফোরণের পর মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। ছোট ছেলেকে কোলে নিয়ে দৌড়াচ্ছিলাম। মেয়ের স্কুলব্যাগটা পড়ে ছিল, কিন্তু ওকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। ওই ব্যাগটা তুলতেও পারিনি, সবকিছুই ঘোলাটে হয়ে গিয়েছিল তখন।’ পরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। বলা হয়, সায়েবাকে প্রথমে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে স্থানান্তর করা হয় বার্ন ইনস্টিটিউটে। শারমিন বলেন, ‘তখনো আমার বড় ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। সে একই স্কুলে নবম শ্রেণিতে পড়ে। সৌভাগ্যক্রমে পরীক্ষা শেষে বাসায় ফিরে গিয়েছিল।’ সায়েবাদের বাড়ি রাজধানীর তুরাগ থানার খালপাড় এলাকায়। তিন ভাই-বোনের মধ্যে সে মেজো। বর্তমানে সায়েবা বার্ন ইউনিটের ৫২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
শিরোনাম
- ডিএমপিতে ৫ কর্মকর্তার রদবদল
- ছয় দিনে প্রবাসী আয় এলো ৬ হাজার ১৬১ কোটি টাকা
- টেকনাফে স্বর্ণ পাচারচেষ্টা ব্যর্থ, দুইজন আটক
- রাজধানীতে আওয়ামী লীগের মিছিল, একজন আটক
- প্রশ্ন দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ, দুইজন গ্রেফতার
- ওয়ানডেতে সবচেয়ে বড় জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
- দেশের সাত প্রেক্ষাগৃহে ইংরেজি ভাষার সিনেমা ‘ডট’
- বরফ কেন পিচ্ছিল, গবেষকদের নতুন ব্যাখ্যা
- ফাইবার অপটিক প্রযুক্তিতে নতুন মাইলফলকে জাপান
- গাজা সংকটে ৪ হাজারেরও বেশি বিজ্ঞানীর উন্মুক্ত চিঠি
- আমেরিকায় চার্চের সামনে ধর্ষণকাণ্ডে নারীর মৃত্যু
- টানা ৬ জয়ে বিশ্বকাপের মূল পর্বে মরক্কো
- বিদেশ ঘুরে দেশে মুক্তি পাচ্ছে মেহজাবীনের ‘সাবা’
- জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ ঘরে তুললো শ্রীলঙ্কা
- বিশ্বকাপ বাছাইয়ের মাচে স্টোন্সকে পাবে না ইংল্যান্ড
- বিদেশে ৪ সেঞ্চুরির পর দেশের মাটিতে ইমামের ট্রিপল সেঞ্চুরি
- নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে: মির্জা ফখরুল
- নির্বাচনের সময় গণমাধ্যম যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে : তথ্য উপদেষ্টা
- বগুড়ায় পুলিশি হেফাজত থেকে পালানো আসামি গ্রেপ্তার
- নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার