যুক্তরাষ্ট্রে বিদেশিদের বাড়ি কেনার তালিকার শীর্ষ ১০ দেশের মধ্যে প্রথমেই রয়েছে চীন। চলতি বছরের মার্চ পর্যন্ত গত ১২ মাসে চায়নিজরা যুক্তরাষ্ট্রে ১৩.৭ বিলিয়ন ডলার মূল্যের ১১ হাজার ৭০০টি বাড়ি কিনেছেন। এ সময়ে সারা বিশ্বের মানুষ যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন ৫৬ বিলিয়ন ডলার মূল্যের মোট ৭৮ হাজার ১০০টি।
আমেরিকার ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েল্টর্স’ (এনএআর) সোমবার এ তথ্য দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আগের বছরের চেয়ে এ বছর বিদেশিদের যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার প্রবণতা বেড়েছে ৮৩%। এনএআর জানিয়েছে, চায়নিজরা মোট ক্রেতার ১৫%। দ্বিতীয় শীর্ষে রয়েছে কানাডিয়ানরা ১৪%, তৃতীয় মেক্সিকো ৮%, চতুর্থ ভারত ৬% এবং পঞ্চম স্থানে থাকা ব্রিটিশরা ক্রয় করেছে ৪% বাড়ি। আরও উল্লেখ করা হয়, সবচেয়ে বেশি দামে বাড়ি ক্রয় করেছে চায়নিজরা। একেকটির গড় মূল্য দাঁড়িয়েছে ১১ লাখ ৬৮ হাজার ৮০০ ডলার করে। এনএআরের বিজনেস অ্যান্ড কনজ্যুমার রিসার্চ সম্পর্কিত পরিচালক ম্যাট ক্রিস্টোফারসন মনে করছেন, চীনে আবাসন সেক্টরে সংকটের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয়ের আগ্রহ বেড়েছে। অনেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসতি গড়ার কথাও ভাবছেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক চীনের পণ্য আমদানির ওপর শুল্ক বৃদ্ধির পর বর্তমান অবস্থা কতটা সুখকর তা এখনো জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, শুল্ক বৃদ্ধির বিরূপ প্রভাব এ সেক্টরকেও আঘাত করবে। আমেরিকায় বাড়ি ক্রয়ের তালিকার অন্য দেশগুলো হচ্ছে ব্রাজিল, কলম্বিয়া, নাইজেরিয়া, দুবাই এবং ইসরায়েল।