বাংলাদেশে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মার্কিন কংগ্রেসের দুই শীর্ষ ডেমোক্র্যাট নেতা সিনেটর চাক শ্যুমার এবং কংগ্রেসওম্যান গ্রেস মেং। ২২ জুলাই (মঙ্গলবার) পৃথক বিবৃতিতে তারা বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সিনেটর চাক শ্যুমার (নিউইয়র্ক) বলেন, 'এই মর্মান্তিক দুর্ঘটনায় আমার হৃদয়ও ভেঙে গেছে। যারা স্বজন হারিয়েছেন বা যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পাশে আছি এবং সব ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত।'
প্রতিনিধি পরিষদের সদস্য ও কংগ্রেসে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র সম্পর্কিত সাব-কমিটির সদস্য গ্রেস মেং (নিউইয়র্ক) বলেন,'আমি নিজেও দুই সন্তানের মা, তাই যারা স্কুলগামী সন্তান হারিয়েছেন, তাদের বেদনা গভীরভাবে অনুভব করছি। সহপাঠীদের হারানোর কষ্টও কোনো কম নয়। এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং বাংলাদেশি কমিউনিটির পাশে আছি সবসময়।'
তিনি আরও জানান, 'এই দুর্ঘটনায় যারা উদ্ধারকাজে অংশ নিয়েছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।' একইসঙ্গে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি আমেরিকানদের জন্য তার ডিস্ট্রিক্ট অফিস সর্বদা খোলা থাকবে বলে আশ্বাস দেন।'
এদিকে, যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, কানেকটিকাট ও ম্যাসাচুসেটসের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় মসজিদ ও মন্দিরে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা