টেকসই বাঁধ নির্মাণ ও নদী শাসনসহ আট দফা দাবিতে ফেনীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অভিমুখে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পদযাত্রাটি পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়।
সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আয়োজনটি সার্বিকভাবে সহযোগিতা করে ‘ফেনী প্রবাসী উদ্যোগ’ নামের একটি সংগঠন।
আন্দোলনকারীদের আট দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. প্রযুক্তিনির্ভর টেকসই বাঁধ নির্মাণ।
২. বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তর।
৩. নদী শাসন এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা।
৪. মুসাপুর ক্লোজার ও সংলগ্ন এলাকায় বাঁধের নিরাপত্তা জোরদার।
৫. খাল দখল ও ভরাট করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ।
৬. ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
৭. দুর্যোগ প্রতিরোধে প্রকৌশল সংস্থাগুলোর সমন্বিত পরিকল্পনা গ্রহণ।
৮. ২০২৪ সালের বন্যা-পরবর্তী পুনর্বাসন প্রকল্পের ব্যয় ও বিতরণ স্বচ্ছভাবে প্রকাশ এবং ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রদান।
পদযাত্রাকালে আন্দোলনকারীরা ‘টেকসই বাঁধ চাই’, ‘পাউবোর দুর্নীতির বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মী মাসুম ভূঁইয়া বলেন, ‘প্রতিবছর আমরা ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত হই। টেকসই ও প্রযুক্তিনির্ভর বাঁধ ছাড়া এর স্থায়ী সমাধান সম্ভব নয়।’
শিক্ষার্থী রুমানা আক্তার বলেন, ‘বাঁধ নির্মাণের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়িত হলে জনআস্থা ও কার্যকারিতা—দুটিই বাড়বে।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি, তবে স্থানীয়রা জানিয়েছেন, পদযাত্রাটি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
আয়োজকরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/জামশেদ