ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সিদ্ধান্ত পরিবর্তন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় অনুষ্ঠেয় এই সভায় এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণ হবে। জানা গেছে, বিসিসিআই সভায় স্বশরীরে নন, ভার্চুয়ালি অংশ নেবে।
বুধবার (২৩ জুলাই) এসিসির সভায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এসিসি সভাপতি মহসিন নাকভি। পিসিবি প্রেসিডেন্টকে ফুল দিয়ে বিমানবন্দরে বরণ করে নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
পরবর্তীতে বেশ কয়েকটি মিটিং করেন নাকভি, দেখা করেন ক্রীড়া উপদেষ্টার সাথেও। ঢাকায় অনুষ্ঠেয় এই এজিএম নিয়ে ঘোর আপত্তি ছিলো বিসিসিআইয়ের। ভেন্যু অন্য কোথাও সরানোর কথাও বলে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এসিসি সভাপতি সেই দাবি কানে না তুললে, এজিএমে অংশ না নেয়ার কথাও বলে তারা। তবে এবার ভোল পাল্টে ভার্চুয়ালি থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এদিকে, ঢাকায় আসছেন আফগানিস্তানের প্রতিনিধিও।
সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু
বিডি প্রতিদিনি/নাজিম