তুরস্ক ও ব্রিটেন একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। যার মাধ্যমে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানের ব্যবহারকারী রাষ্ট্র হিসেবে তুরস্কের অন্তর্ভুক্তি নিশ্চিত হলো। দীর্ঘদিন ধরে আলোচনার পর এই চুক্তি তুরস্কের জন্য যুদ্ধবিমান সংগ্রহের পথে এক বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
তুরস্ক ৪০টি ইউরোফাইটার টাইফুন বিমান কেনার জন্য আলোচনা চালিয়ে আসছিল। এই যুদ্ধবিমানগুলো একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম নির্মাণ করে, যার সদস্য দেশগুলো হলো জার্মানি, ব্রিটেন, ইতালি ও স্পেন। এই কনসোর্টিয়ামে প্রতিনিধিত্ব করছে এয়ারবাস, বিএইই সিস্টেমস এবং লিওনার্দো।
এর আগে জার্মানির প্রভাবশালী ম্যাগাজিন 'ডার স্পিগেল' এক প্রতিবেদনে জানায়, জার্মানির ফেডারেল সিকিউরিটি কাউন্সিল তুরস্কে ৪০টি যুদ্ধবিমান রপ্তানির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে। ফলে ইউরোফাইটার টাইফুন হস্তান্তরের পথে আর কোনো বড় বাধা থাকছে না।
বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি শুধু তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির দিকেই ইঙ্গিত করে না, বরং ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠতার নতুন অধ্যায় সূচিত করলো।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল