মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সঠিক তথ্য প্রকাশ করে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদসহ ৩৫টি দল ও সংগঠন নিয়ে গড়া জাতীয় সংস্কার জোট। জোটের আহ্বায়ক মেজর (অব.) আমীন আহমেদ আফসারী, সদস্যসচিব আলহাজ মো. আবদুর রহিম, প্রধান সমন্বয়ক প্রফেসর এ আর খান ও আবদুল আহাদ নূর নির্বাহী সমন্বয়ক গতকাল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে নেতৃদ্বয় আরও বলেন, আর কোনো অপমৃত্যু চাই না। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের দাবি জানাই। রাষ্ট্রীয় শোকের দিন এইচ এস সি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে এত বিলম্ব হওয়ার কারণ জানতে চান নেতারা।