কর্মক্ষেত্রে বাংলাদেশি নারীর সঙ্গে পরিচয় ভারতের কর্ণাটকের দত্ত যাদব নামে এক যুবকের। সেখানেই মন দেওয়া-নেওয়া দুজনের। সেই সূত্রে বাংলাদেশি নারীকে অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে আটক হয়েছেন প্রেমিকযুগল। বুধবার ত্রিপুরা রাজ্যের সিপাহীজলার কামথানা থেকে তাদের আটক করে বিএসএফ। পরে তাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার স্থানীয় আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
জানা গেছে, বাংলাদেশের বগুড়ার বাসিন্দা ওই নারী একসময় মুম্বাইয়ের বিউটি পারলারে কাজ করতেন। পরে তিনি বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কাজ নেন। তখন তার সঙ্গে পরিচয় হয় কর্ণাটকের বিদারী জেলার বাসিন্দা দত্ত যাদবের। পরবর্তীতে ওই নারী দেশে চলে আসেন। কিন্তু তার অনুপস্থিতিতে কাজে মন বসাতে পারছিলেন না যাদব। তাই চলতি সপ্তাহে ত্রিপুরা রাজ্য দিয়ে ওই নারীকে ভারতে নিয়ে যান তিনি। সেখান থেকে তাদের যাওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। কিন্তু বেআইনিভাবে দেশে ঢোকানো ও ভিসাসহ বৈধ নথিপত্র না থাকার অভিযোগে তাদের আটক করে বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইন এবং ১৪ ফরেনারস অ্যাক্ট ও ভারতীয় ন্যায় সংহিতার অধীনে বিভিন্ন ধারায় মামলা করা হয়। ত্রিপুরা রাজ্য পুলিশের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশি নারীকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে কোন দালাল সহায়তা করেছিল আমরা বের করার চেষ্টা করছি। এটি মানব পাচারের সঙ্গে সম্পর্কিত কি না সেটিও দেখা হচ্ছে। প্রয়োজন হলে দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।