জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেন থেকে মাথা বের করে বাইরে দেখার সময় ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে ১২ বছরের এক শিশু আহত হয়েছে। শুক্রবার রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিশুর নাম সাকিব আল হাসান। সে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরনান্দিনা এলাকার ময়েন মণ্ডলের ছেলে এবং স্থানীয় মারকাযুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী স্টেশনের কাছাকাছি পৌঁছলে শিশু সাকিব বাইরে দেখার জন্য ট্রেনের দরজা দিয়ে মাথা বের করে। এ সময় রেললাইনের পাশে থাকা ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগে তার। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে জ্ঞান না ফেরায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মারকাযুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা বায়েজীদ হাসান বলেন, শিশু সাকিব শুক্রবার বিকাল পর্যন্ত মাদরাসায় ছিল। পরে ফেসবুকে তার ছবি দেখে আমরা চিনতে পারি। সম্ভবত অগ্নিবীণা ট্রেনে সে তারাকান্দি গিয়েছিল। সেখান থেকে সরিষাবাড়ী ফেরার পথে এ ঘটনা ঘটে।