ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সহায়ক কমিটি বাতিলে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদ। প্রশাসকের পদত্যাগসহ চার দফা দাবিতে গতকাল এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়। ঘোষিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে মানববন্ধন ও আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে পরিষদ। গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদ।
এতে বক্তব্য দেন, এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব মো. জালালউদ্দীন, যুগ্ম আহ্বায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ, নিজামউদ্দীন রাজেশ, আবু মোতালেব, খন্দকার রুহুল আমিন, শফিকুল ইসলাম ভরসা ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হাফেজ হারুন প্রমুখ। তারা সবাই বিগত সময়ে এফবিসিসিআইর নেতৃত্বে ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত বছরের ১১ সেপ্টেম্বর এফবিসিসিআইর পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তাকে ১২০ দিনের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে সরকারের পক্ষ থেকে বলা হয়। হাফিজুর রহমান প্রশাসক নিযুক্ত হয়ে তার পছন্দমতো ব্যক্তিদের নিয়ে চার সদস্যবিশিষ্ট একটি সহায়ক কমিটি গঠন করেন। কমিটিতে একই অ্যাসোসিয়েশন থেকে দুজন অন্তর্ভুক্ত হয়েছেন, যা বিধিসম্মত হয়নি। এ কমিটি ব্যবসায়ীদের স্বার্থে কাজ না করে এখন নিজেদের আখের গোছাচ্ছে। একই সঙ্গে সংস্কারের নামে নির্বাচন কালক্ষেপণ করছে।