ই-স্কুটার ও সাইক্লিং মনিটরিংয়ে শিগগিরই নতুন ট্র্যাফিক ইউনিট চালু করতে যাচ্ছে দুবাই। এর নাম পারসনাল মবিলিটি মনিটরিং ইউনিট।
বিশেষ ইউনিটটি সাইকেল চালক ও ই-স্কুটার আরোহীদের আইন লঙ্ঘনের বিষয়টি পর্যবেক্ষণ করবে। সেই সঙ্গে সাইক্লিং এবং ই-স্কুটার ট্র্যাকগুলোতে ট্র্যাফিক নিরাপত্তা উন্নত করা ও সমস্ত প্রাসঙ্গিক সুরক্ষা মান মেনে চলা নিশ্চিত করবে এই ইউনিট।
সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ এবং দুবাই পুলিশ যৌথ উদ্যোগে চালু করা এই ইউনিটটি ট্র্যাফিক নিয়ম মেনে চলার তদারকি, সাইক্লিং লেনে ট্র্যাফিক প্রবাহ পরিচালনা এবং নিরাপদ রাইডিং অনুশীলন সম্পর্কেও জনসচেতনতা প্রচার করবে।
বর্তমান আইন অনুযায়ী, ট্রাফিক আইন ভঙ্গকারীদের শাস্তির মুখোমুখি হতে হবে। নতুন এই ইউনিটের কর্মীরা চলাচল পর্যবেক্ষণ ও আইন প্রয়োগে মূল সাইকেল লেন এবং সফট মোবিলিটি জোনগুলোকে সংযুক্ত করে এমন প্রধান রাস্তায় মোতায়েন করা হবে। সূত্র: খালিজ টাইমস
বিডি প্রতিদিন/একেএ