দেশে ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যার মতো ঘৃণ্য অপরাধ বেড়েই চলছে। মাগুরার শিশু আছিয়া ধর্ষণের পর মারা যাওয়ার ঘটনাটি দেশবাসীর হৃদয় নাড়া দিয়ে গেছে। শুধু মাগুরার ঘটনাটি নয়, গত ১০ বছরে সারা দেশে ৫০ হাজার ৫৮৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই ধর্ষণকারী ছিল ভুক্তভোগীর পূর্বপরিচিত কিংবা নিকটাত্মীয়।
ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ খুঁজতে গিয়ে ২০১৮ সালে রাজধানী, গাইবান্ধা, বগুড়া, রংপুর, নওগাঁ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, কুমিল্লা, বরিশাল, বাগেরহাট, ঝিনাইদহ, শেরপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন আদালতে ১০৪টি ধর্ষণ মামলার রায় সংগ্রহ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত ফেব্রুয়ারিতে প্রকাশ হওয়া পিবিআইর গবেষণায় উঠে এসেছে যে, ওইসব মামলায় সাজা হয়েছে মাত্র ১২টির, হার ১১ দশমিক ৫৪ শতাংশ। খালাস দেওয়া হয়েছে ৯২টি মামলায়। অর্থাৎ খালাসের হার ৮৮ দশমিক ৪৬ শতাংশ।
ধর্ষণের ঘটনায় মামলা না হওয়ার কারণ হিসেবে গবেষণায় বলা হয়েছে, বিচার চাইতে গেলেই চরম লাঞ্ছনা ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। রয়েছে মিডিয়ার নানা প্রশ্ন, ডাক্তারদের পরীক্ষা, পুলিশি ঝামেলা, নারীবান্ধব থানার অভাব। আবার মহিলা পুলিশ সব সময় পাওয়া যায় না, তাই বেশির ভাগ সময় থানায় ধর্ষণের শিকার ভুক্তভোগীকে পুরুষ ডিউটি অফিসারের মুখোমুখি হতে হয়, যা এই সমাজে একজন নারীর জন্য অত্যন্ত বিব্রতকর।
গবেষণায় আলোচিত ৮৪টি মামলার তথ্য বিশ্লেষণে দেখা যায়, এসব ধর্ষণের ঘটনা দিনে বেশি ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই ধর্ষণকারী ভুক্তভোগীর পূর্ব পরিচিত। অধিকাংশ ভুক্তভোগী ও আসামি অতি দরিদ্র থেকে নিম্ন মধ্যবিত্ত এবং আসামিদের শিক্ষাগত যোগ্যতা কম। ধর্ষণকারীরা ধর্ষণের ক্ষেত্রে বিয়ের প্রলোভন অথবা একা পেয়ে কিংবা শিশু ভুক্তভোগীর ক্ষেত্রে মিথ্যা প্রলোভনের আশ্রয় নিয়েছে। এক্ষেত্রে ভুক্তভোগীর সরলতার সুযোগ নেওয়া হয়। কিছু ক্ষেত্রে দেখা যায়- ধর্ষণকারী মাদকাসক্ত এবং পর্নোগ্রাফিতে আসক্ত ছিল।
ধর্ষণের পর মামলা না হওয়ার কারণগুলোর মধ্যে আছে : ভুক্তভোগী ও পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়ে। লজ্জা ও ভয়ে অনেকেই আইনি লড়াই করা থেকে বিরত থাকে। নারীবান্ধব আইনি প্রক্রিয়া এবং চিকিৎসা পদ্ধতির অভাব। রাজনৈতিক প্রভাবও আইনি প্রক্রিয়াকে জটিল করে তোলে। যথাযথ সচেতনতার অভাব। আসামিপক্ষের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি।
গবেষণায় পিবিআই প্রায় প্রতিটি মামলার অভিযুক্তের সঙ্গে খোলামেলাভাবে কথা বলেছে। তাদের কাছ থেকে জানতে চেয়েছে- কী কারণে, কোন পরিস্থিতিতে, কী উদ্দীপকের প্রভাবে ও পরিবেশগত কী সুবিধার কারণে ধর্ষণের ঘটনাটি তারা ঘটিয়েছেন।
এখানে ধর্ষণ সংক্রান্ত মাদকসেবীদেরও বক্তব্য উঠে এসেছে। তাদের ভাষ্য, ইয়াবা আসক্ত ছেলে কিংবা মেয়ে দীর্ঘ সময় না ঘুমিয়ে থাকতে পারে। এক পর্যায়ে তাদের যৌন আকাঙ্ক্ষা বেড়ে যায়। এক্ষেত্রে তারা সুযোগ পেলেই ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে ফেলে।
পিবিআই প্রধান অতিরিক্তি আইজিপি (চলতি দায়িত্ব) মো. মোস্তফা কামাল এ প্রতিবেদককে বলেন, কঠিন আইন করে শাস্তি নিশ্চিত করতে পারলে ধর্ষণের মতো অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু সমাজে এটাকে নির্মূল করতে হলে সামগ্রিক বিষয় বিবেচনায় আনতে হবে। এক্ষেত্রে মূল্যবোধ ও নৈতিকতাবোধকে জাগ্রত করতে হবে। পাশাপাশি আমাদের বিবেককেও জাগ্রত করতে হবে, তাহলেই সমাজ থেকে ধর্ষণের ঘটনা সমাজ থেকে উঠে যাবে। তবে ধর্ষণের মতো সামাজিক ব্যাধি নির্মূল করতে হলে প্রকাশ্য এবং অপ্রকাশ্য অনেক বিষয়ে জানার প্রয়োজন রয়েছে। সেটি না হলে কতিপয় ক্ষেত্রে অপরাধীর সাজা হবে কিন্তু সমস্যার সমাধান হবে না।
বাংলাদেশ দণ্ডবিধি ধারার ৩৭৫ অনুযায়ী নারীর ইচ্ছার বিরুদ্ধে কিংবা সম্মতি ছাড়া, মৃত্যু বা শারীরিক আঘাতের ভয় দেখিয়ে সম্মতি দিতে বাধ্য করে, ১৬ বছরের কম বয়সি শিশু সম্মতি দিলে বা না দিলে এবং কোনো নারীকে বিয়ে না করে কোনো পুরুষ যৌন সম্পর্ক স্থাপন করে তাকে ধর্ষণ বলা হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী একজন অপরাধীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।
তবে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের প্রচলিত আইনসমূহের সংশোধনের ২১ দফা সুপারিশ দিয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত গত ১০ বছরে ধর্ষণ মামলা পর্যালোচনা করে দেখা যায়, মোট ৫০ হাজার ৫৮৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের কারণে মৃত্যু হয়েছে ৩২১ জনের। গণধর্ষণ হয়েছে ৩ হাজার ৬১১টি। ধর্ষণের চেষ্টা হয়েছে ১৯ হাজার ২৩৪টি। এসব ঘটনায় মোট আসামি ১ লাখ ১৭ হাজার ২ জন। এদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৬৭ হাজার ৩৯৭ জন। চার্জশিট হয়েছে ৬১ হাজার ৮৪০টি এবং চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে ১০ হাজার ৮৮৪টির। তদন্তাধীন মামলার সংখ্যা ছিল ৯২৮টি।
এদিকে পিবিআই বলছে, তারা ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১ হাজার ৪৭টি জিআর (থানায় রেকর্ড হওয়া) মামলা তদন্ত করেছে। এসব মামলার আসামি ছিল ২ হাজার ২১৯ জন। তদন্ত শেষ করে ৫৭৫টি মামলায় ১ হাজার ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। আর ৪১২টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। এক্ষেত্রে পুলিশি তদন্তে মামলা প্রমাণের হার ৫৮ শতাংশ। এ ছাড়া আদালতের নির্দেশে ১০ হাজার ৫৮১টি সিআর (আদালতে দেওয়া অভিযোগ) মামলা তদন্ত করা হয়। এর মধ্যে ৫ হাজার ৪৭৪টি মামলা প্রমাণিত হয়। এক্ষেত্রেও তদন্তে প্রমাণের হার ৫৩ শতাংশ।
ধর্ষণ মামলা তদন্তে পুলিশের সীমাবদ্ধতা : অসম্পূর্ণ কিংবা অপর্যাপ্ত তথ্য সংবলিত এবং ত্রুটিপূর্ণ এজাহার। ধর্ষণের পর ভুক্তভোগীর মানসিক অবস্থা থাকে নাজুক। কোনো ক্ষেত্রে অসুস্থ বা মৃত থাকেন ভুক্তভোগী। যে কারণে সঠিকভাবে বর্ণনা পাওয়া যায় না। এজাহারে ঘটনার বিবরণের সঙ্গে ভুক্তভোগীর বক্তব্য, সাক্ষীদের সাক্ষ্য, তদন্তেপ্রাপ্ত ফলাফলের সঙ্গে সামান্য গরমিলে আসামিপক্ষ পূর্ণ সুযোগ গ্রহণ করে থাকে। আর ধর্ষণ মামলার প্রায় ক্ষেত্রেই অন্যকোনো সাক্ষী থাকে না। ভুক্তভোগী নিজেই একমাত্র সাক্ষী, যা এ ধরনের মামলা তদন্ত ও প্রমাণের ক্ষেত্রে বড় অন্তরায়।