আরাকান আর্মি নয়, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৫৬ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমার নৌবাহিনী। আটকের ১৫ ঘণ্টা পর ছেড়ে দিলে গতকাল সকাল ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে জেলেরা ফেরত আসেন।
জানা গেছে, বুধবার দুপুরের দিকে সেন্টমার্টিনের দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে ছয়টি ট্রলারে ৫৬ জেলে বাংলাদেশ জলসীমায় মাছ ধরছিলেন। এ সময় তারা ভুলবশত বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমানার দিকে চলে যান। পরে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে। আটকের ১৫ ঘণ্টা পর জেলেদের ছেড়ে দিলে সকালে তারা টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছান। তবে ট্রলারে থাকা মাছগুলো মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা রেখে দিয়েছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মান্নান বলেন, বুধবার দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণ দিকে মিয়ানমার জলসীমায় বঙ্গোপসাগর থেকে ছয় ট্রলারসহ ৫৬ জেলেকে দেশটির নৌবাহিনীর সদস্যরা আটক করে। বিষয়টি অন্য জেলেরা জানালে আমরা খোঁজখবর নিতে থাকি। গতকাল সকালে তারা শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফেরত আসেন। মিয়ানমার নৌবাহিনী জেলেদের ১৫ ঘণ্টা আটকে রেখেছিল। ট্রলারে থাকা মাছ ও অন্যান্য নিত্যপণ্য রেখে দিয়েছে বলে জেনেছি।