অর্থনৈতিক সংকট উত্তরণে সরকারের গঠিত টাস্কফোর্সের একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অর্থনীতির বারোটি সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে।
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যেসব সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে বৈদেশিক ঋণের পরিমাণ সহনীয় পর্যায়ে রাখতে হবে; উচ্চ হারে বৈদেশিক ঋণ গ্রহণের পরিবর্তে নমনীয় সুদে ঋণ গ্রহণ করতে হবে; বৈশ্বিক অস্থিরতা থেকে বাংলাদেশকে সুরক্ষা দিতে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত ও জোরদার করতে হবে; উন্নয়ন প্রকল্প গ্রহণের সতর্কতা অবলম্বন ও এর মান নিশ্চিত করতে হবে; রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে করনীতি ও কর প্রশাসন সম্পূর্ণ পৃথক করতে হবে; অপ্রয়োজনীয় করছাড় বাতিল করতে হবে; সরবরাহ ব্যবস্থার বিদ্যমান ত্রুটি নিরসনে উদ্যোগ নিতে হবে; তৈরি পোশাক শিল্পের ওপর অতি নির্ভরশীলতা কমাতে হবে; অন্যান্য সম্ভাবনাময় শিল্পকে উৎসাহিত করতে হবে; বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের সম্মানিত বাণিজ্য ও বিনিয়োগ নীতি প্রস্তুত করতে হবে; ভৌত অবকাঠামো ও লজিস্টিক খাতের সমস্যাসমূহ দূর করতে হবে ও রপ্তানি সহায়তা পর্যালোচনার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গ্রহণ করতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বিডার চিফ এক্সিকিউটিভ অফিসার আশিক চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার প্রমুখ।