রাজধানীর খিলগাঁওয়ে আজ শুক্রবার পৃথক ঘটনায় দুই শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবার বলেছে, তারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
মৃত শিশুরা হলো মাদ্রাসাছাত্র ইসমাইল সোনার ওরফে হৃদয় (১৪) ও মাদ্রাসাছাত্রী মাহিনুর আক্তার (১২)।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ইসমাইল মা–বাবার সঙ্গে খিলগাঁওয়ের মধ্য মেরাদিয়ায় থাকত। সে মেরাদিয়ায় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত।
ইসমাইলের বাবা মিল্টন পেশায় রিকশাচালক। তিনি বলেন, ‘ইসমাইলের মা গৃহকর্মীর কাজ করে। আজ সকালে ইসমাইলের মা বাসাবাড়ির কাজে যায় এবং আমিও কাজে বের হই। দুপুরে বাসায় ফিরে এসে দেখি একটি কক্ষের দরজা বন্ধ, কোনো সাড়াশব্দ নেই। পরে দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ইসমাইল ঝুলছে।’ পরে সেখান থেকে অচেতন অবস্থায় নামিয়ে ইসমাইলকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শিশুটিকে ঢাকা মেডিকেলে আনা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, বেলা পৌনে ২টার দিকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। তিন ভাইয়ের মধ্যে ইসমাইল ছিল বড়।
অন্য ঘটনায় আজ বেলা ৩টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগের জামতলার ভাড়া বাসার বারান্দায় গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় শিশু মাহিনুরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে পরিদর্শক মো. ফারুক জানান।
মাহিনুরের মা মনি বেগম বলেন, ‘মেয়ের মানসিক সমস্যা ছিল। মাসখানেক আগেও একবার সে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিল।’
মাহিনুর সিপাহীবাগের একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত। তার বাবা রুবেল মিয়া রিকশাচালক। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে বড়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবু ইউসুফ বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ