ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮ শতক সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের মেড্ডা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, প্রায় ৬০-৭০ বছর ধরে নিম্ন আয়ের কিছু পেশাজীবী ও স্থানীয় বাসিন্দারা এই সরকারি জমিতে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তারা সেখানে পাকা স্থাপনা নির্মাণ করে জমি দখল করে রেখেছিলেন।
চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন আদালতে উচ্ছেদ মামলা দায়ের করলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার ২৮ এপ্রিল উচ্ছেদের নির্দেশ দেন। এরপর যৌথবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সিভিল সার্জন কার্যালয়ের ৩০ জন স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।
অভিযানে বক্ষব্যাধি ক্লিনিকের আশপাশের অবৈধ দখলকৃত স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে বসবাস ও ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। অবশেষে আইনানুগ প্রক্রিয়ায় জমিটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ