২০ জানুয়ারি ২০২৫ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই গাজাবাসীকে নিয়ে ট্রাম্প যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তাতে ক্ষুব্ধ আরব বিশ্ব।
গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ধরনের প্রস্তাব সামনে এনেছেন। তিনি গাজার কমপক্ষে ২০ লাখ অধিবাসীকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করে অন্য দেশে পাঠিয়ে দিতে চান। ঘোষণা করেন তারপর গাজা দখল করে নেবেন এবং তাকে একটি আন্তর্জাতিক অবকাশযাপনের সমুদ্রসৈকতে পরিণত করবেন।
তার এই বক্তব্যে ক্ষুব্ধ সৌদি আরব, মিশর সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এ জন্য আগামী ৪ মার্চ আরব লিগের এক জরুরি অধিবেশন আহ্বান করেছে মিশর। সেখানে ট্রাম্পের পরিকল্পনার পাল্টা আরব পরিকল্পনা বা প্রচেষ্টার ওপর দৃষ্টি দেয়া হবে। ট্রাম্প বাস্তুচ্যুত গাজাবাসীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন করার আহ্বান জানিয়েছেন। কিন্তু তার এই প্রস্তাব এ দুটি দেশই প্রত্যাখ্যান করেছে।
ওদিকে শুক্রবারই সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় দেশগুলো, মিশর ও জর্ডান মিলে আরব নেতাদের একটি মিটিং করেছে। সেই আলোচনার বিষয় জানেন এমন সূত্রগুলো বলেছেন, তারা মিশরীয় একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। তাতে উপসাগরীয় ও আরব দেশগুলোকে তিন বছরে দুই হাজার কোটি ডলারের একটি তহবিল গঠনের কথা বলা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা দেয়া হয়নি।
এদিকে, ফিলিস্তিনিদের মধ্যে নাকবা বা বিপর্যয়ের আশঙ্কা আবার পেয়ে বসেছে। কারণ ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে উৎখাত করা হয়েছে। তাদের অনেকে জীবনের ভয়ে পালিয়ে গেছেন। কিন্তু প্রাণের ভয়ে আর কখনো নিজেদের ঘরে বা দেশে ফিরতে পারেননি। প্রতিবেশী বিভিন্ন দেশে তারা শরণার্থী হিসেবে মানবেতর জীবনযাপন করছেন।
বিডি প্রতিদিন/নাজিম