কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা (লক) পার হয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় কয়েকজন অস্ত্রধারী। এ সময় ভারতের সেনাবাহিনীর গুলিতে দুইজন নিহত হয়। বুধবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস।
চিনার কর্পসের পক্ষ থেকে এক্স (আগের নাম টুইটার)-এ জানানো হয়, ২৩ এপ্রিল সকালে উরি নালার সর্ঝীভন এলাকায় ২-৩ জন অজ্ঞাত অস্ত্রধারী নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢোকার চেষ্টা করে। তবে সেনাবাহিনীর সতর্ক টহলদল তাদের চ্যালেঞ্জ করলে সংঘর্ষ বাধে।
এই গুলিবিনিময়ের মধ্যে সেনাবাহিনী দুই অস্ত্রধারীকে গুলি করে হত্যা করে। পরে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, অভিযান এখনো চলছে। এলাকা ঘিরে তল্লাশি চলছে যাতে কোনো অনুপ্রবেশকারী পালিয়ে না যেতে পারে।
পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার ঠিক পরদিন ভারতের সেনাবাহিনী অনুপ্রবেশের এই কাহিনী জানাল। মঙ্গলবারের ওই ঘটনায় অন্তত ২৬ জন প্রাণ হারান এবং অনেকেই আহত হন।
সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, এই অনুপ্রবেশের সঙ্গে পাহেলগাঁও হামলার কোনো যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গোটা সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল