ছয় দফা দাবিতে ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর ব্যানারে চলমান আন্দোলন মঙ্গলবার সংবাদ সম্মেলন করে স্থগিত করা হয়েছিল। কিন্তু গতকাল এক ‘বিশেষ বার্তা’ দিয়ে জানানো হয়েছে, তারা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। দাবি আদায়ের স্বপক্ষে কী কর্মসূচি দেবেন তা আজ প্রতিনিধি সম্মেলন করে সিদ্ধান্ত নেবেন।
গতকাল কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি আদায়ের আন্দোলন করে আসছে। এই আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সম্প্রতি একটি কমিটি গঠন করেছে, এর পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিলাম। কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আমাদের আন্দোলন অযৌক্তিক উল্লেখ করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এমন মন্তব্য আমাদের অপ্রত্যাশিত ছিল। তাই শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার (আজ) সারা দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির ব্যাপারে নতুন সিদ্ধান্ত দেওয়া হবে।