রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশের জন্য ব্যাপক চ্যালেঞ্জ তৈরি করছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি এবং অবৈধ অভিবাসনের চেষ্টায় রোহিঙ্গাদের হতাশার চিহ্ন স্পষ্ট হচ্ছে।
এ সমস্যা দীর্ঘস্থায়ী হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে এবং উন্নয়নমূলক উদ্যোগগুলোও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন সমস্যার জেরে রোহিঙ্গা সংকট থেকে আন্তর্জাতিক মনোযোগ ধীরে ধীরে সরে যাচ্ছে। গতকাল কাতারের রাজধানী দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে গোলটেবিল আলোচনায় রোহিঙ্গা সংকট নিয়ে তিনি এসব কথা বলেন। ‘বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ-রোহিঙ্গা ইস্যু’ শীর্ষক এ গোলটেবিল আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ কেবল মানবিক বিবেচনায় এ বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। বাংলাদেশ মনে করে, টেকসই প্রত্যাবাসনই হলো বর্তমান সংকটের একমাত্র সমাধান।’ রোহিঙ্গাদের আস্থা ফেরাতে এবং রাখাইন রাজ্যে তাদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে মিয়ানমার ও এর কর্মকর্তাদের অপরাধের জন্য দায়ী করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। ন্যায়বিচার ও জবাবদিহির ওপর গুরুত্ব আরোপ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে), আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং মিয়ানমারের জন্য গঠিত স্বাধীন তদন্ত সংস্থার (আইআইএমএম) চলমান উদ্যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘জাতিসংঘ এবং রোম সংবিধির সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের মতো অপরাধের কোনোভাবেই শাস্তি এড়ানো উচিত নয়।’
আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত নেওয়ার ক্ষেত্রে কাতারের জোরালো ভূমিকা আশা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এ কাজে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসিকে সক্রিয় করে তুলতে কাতার তাদের কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে পারে।’ চলতি বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের তত্ত্বাবধানে ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন’ আয়োজন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা সেখানে কাতারের অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে।’ গোলটেবিল আলোচনায় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
কাতারের উপপ্রধানমন্ত্রী এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ : গতকাল দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এর আগে প্রধান উপদেষ্টাকে কাতারের সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। পরে দোহার একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানি।
বাংলাদেশে পেপ্যাল সংযুক্তি নিয়ে আলোচনা : ৯০ দিনের সময়সীমা শেষে আগামী মাসেই বাংলাদেশে স্পেস-এক্স স্যাটেলাইট পরিষেবার কারিগরি যাত্রার ব্যাপারে আশার কথা শুনিয়েছেন প্রতিষ্ঠানটির গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
গতকাল কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ ব্যাপারে তাঁদের প্রস্তুতির কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে উভয়ে বাংলাদেশে স্পেস-এক্স স্যাটেলাইট পরিষেবা শিগগিরই চালু করার ব্যাপারে চূড়ান্ত পর্বের সহযোগিতা নিয়ে আলোচনা করেন। আলোচনায় ইলন মাস্কের আরেক প্রতিষ্ঠিত কোম্পানি পেপ্যালের কথা উঠে আসে, যেটিকে বাংলাদেশে স্পেস-এক্স সম্পর্কিত ডিজিটাল লেনদেনের সহায়ক হিসেবে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
নারী ক্রীড়াবিদদের পাশে দাঁড়াবে কাতার ফাউন্ডেশন : বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগসুবিধা বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে কাতার ফাউন্ডেশন। কাতার ফাউন্ডেশনের সিইও শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি মঙ্গলবার দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের জীবনের অভিজ্ঞতা ও বাংলাদেশে ক্রীড়া পেশায় পথচলার চ্যালেঞ্জ তুলে ধরেন। কাতারের সাবেক শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ ও আমিরের বোন শেখ হিন্দ তাঁদের গল্পে আবেগাপ্লুত হন এবং দৃঢ়চেতা মনোভাবের প্রশংসা করেন।
মাদরাসা শিক্ষার জন্য কাতার চ্যারিটির সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে কয়েক হাজার মাদরাসা শিক্ষার্থীর জন্য প্রযুক্তি শিক্ষা চালু করতে কাতার চ্যারিটির সহায়তা চেয়েছেন। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আর্থনা সম্মেলনের ফাঁকে মঙ্গলবার কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধান নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এ সময় ড. ইউনূস বাংলাদেশে সংস্থাটির এতিম পৃষ্ঠপোষকতা কর্মসূচি এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য এলপিজি বিতরণসহ বাংলাদেশে চলমান মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি কম্পিউটার প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তি-ভিত্তিক দক্ষতার মতো উদীয়মান প্রযুক্তি শেখার জন্য মাদরাসা শিক্ষার্থীদের আগ্রহের ওপর জোর দেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘মাদরাসা শিক্ষার্থীদের জন্য যে কোনো সহায়তাকে আমরা স্বাগত জানাব।
অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবেন প্রধান উপদেষ্টা : বিশ্বজুড়ে ক্যাথলিক ক্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ও সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার কাতার থেকে সরাসরি রোমে যাবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।