ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। এ মুহূর্তে যিনি আদর আজাদের বিপরীতে ‘টগর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি পরিচালনা করছেন আলোক হাসান। শুটিং প্রায় শেষ। শেষ লটে ঢাকার একটি শুটিং স্টুডিওতে হয়েছে আইটেম গানের শুটিং। এদিকে এদিন পূজা টগর শুটিং নিয়ে কথা বললেও জয়া আহসান তাঁর প্রতিদ্বন্দ্বী কিনা তা নিয়ে বলেছেন ভিন্ন কথা। পূজা বলেছেন, ‘আরে বাবা! জয়া আপু কেন, কেউ-ই আমার প্রতিদ্বন্দ্বী নয়। জয়া আপু তো অনেক অনেক সিনিয়র। ক্যারিয়ারের দিক থেকে, বয়সের দিক থেকে। তাঁর সঙ্গে তো আমার তুলনা করা চলেই না। তবে জয়া আপুর কাছে যাওয়ার যে অভিজ্ঞতাটা বা অভিনয় অভিজ্ঞতা নিজের মধ্যে আয়ত্ত করাটা কখনোই সম্ভব নয়। বলতে গেলে, সি ইজ অ্যা লিভিং লিজেন্ড। সো, তুলনা করব না। তিনি এক জায়গায়, আমি আরেক জায়গায়।
আর যাদের সিনেমা এসেছে তারাও নিজেদের জায়গায় অনবদ্য।’
জানা গেছে, সব ঠিক থাকলে আদর-পূজার অভিনীত টগর আসন্ন ঈদুল আজহায় মুক্তি দেওয়ার চিন্তা করছে প্রযোজনা সংস্থা। সিনেমা নিয়ে ঈদ মিছিলে যোগ দিতে পূজাও তাই নিজের সর্বোচ্চ দিয়েই কাজ করে যাচ্ছেন।