ভারত-শাসিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগামে মঙ্গলবার ভয়াবহ হামলায় ২৬ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় উপত্যকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে পর্যটকরা কাশ্মীর ছেড়ে চলে যেতে শুরু করেছেন। পাশাপাশি সেখানে যারা যেতে চেয়েছিলেন নিরাপত্তা ঝুঁকিতে তারাও বুকিং বাতিল করছেন। খবর দ্য হিন্দুর।
পহেলগামে হামলার পর দিল্লির বেশ কয়েকটি ট্র্যাভেল এজেন্সি জানিয়েছে, নিরাপত্তার কারণে পর্যটকরা জম্মু ও কাশ্মীরের জন্য প্রায় ৯০ শতাংশ বুকিং বাতিল করেছেন। কনট প্লেসের আউটার সার্কেলের শঙ্কর মার্কেটে অবস্থিত সোয়ান ট্র্যাভেলার্স কোম্পানির মালিক গৌরব রাঠি বলেন, প্রায় ২৫ জন লোক বুকিং বাতিল করতে বলেছেন।
তিনি আরও বলেন, বেশিরভাগ পর্যটক আগামী মাসে কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখন তারা বাতিলের অনুরোধ করছেন। এই হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের মধ্যে দুজন বিদেশি নাগরিকও রয়েছেন। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
হতাহতের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ইরান, ইসরায়েল সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ভারতের আনুমানিক পাঁচ লাখ সেনা স্থায়ীভাবে এই অঞ্চলে মোতায়েন রয়েছে। সেখানে অস্থিরতার জন্য ভারত নিয়মিত পাকিস্তানকে দোষারোপ করে। যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে তারা কেবল কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে।
বিডি-প্রতিদিন/শআ