সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) একটি ছাত্রীনিবাস উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে করা হয়েছে অভিযোগ করে নিরাপত্তার স্বার্থে সেটি জেলা সদরে স্থানান্তরের দাবি জানানো হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে সুনামগঞ্জ শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ‘সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলন’।
উল্লেখ্য, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ‘ইচ্ছায়’ তার বাড়ি সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জায়গা নির্ধারণ করা হয়েছে। শুরু থেকে অদ্যবদি এর প্রতিবাদ করে আসছেন বিভিন্ন সংগঠন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ‘হিজল-করচ’ নামের বাড়িতে ছাত্রীদের আবাসনের জন্য একটি ছাত্রীনিবাস করেছেন। এই বাড়িটি শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় হিসেবে পরিচিত। যে কারণে এখানে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কে আছেন। এটি অবিলম্বে জেলা শহরে স্থানান্তর করে শিক্ষার্থীদের শঙ্কা দূর করতে হবে। অন্যথায় কোনো অঘটন ঘটলে এর সম্পূর্ণ দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে নিতে হবে।
এ ছাড়া সংবাদ সম্মেলনে ‘ফ্যাসিবাদের দোসর’ ভিসিকে প্রত্যাহার করে সিলেটের কৃতি সন্তানদের মধ্য থেকে নতুন ভিসি নিয়োগের দাবি জানানো হয়। এ ছাড়া ফ্যাসিবাদ আমলে গঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বাতিল, জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তা ও তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অগ্রাধিকার এবং ডিঙি নৌকার আদলে উদ্ভট বিশ্ববিদ্যালয় লোগো বাতিল করে সুনামগঞ্জের ঐতিহ্য ও শিক্ষার সঙ্গে সংগতি রেখে নতুন লোগো করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী।
সুবিপ্রবির উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন বলেন, নতুন সিন্ডিকেট করা হয়নি। এছাড়া সিন্ডিকেট আগের সরকার কর্তৃক মনোনীত যারা আছেন, তাদের অনেকের মেয়াদ চলে গেছে। তাদের স্থলে নতুন করে সদস্য দেওয়ার জন্য চিঠি পাঠাব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশে যে একজন সদস্য নিয়োগ পেয়েছেন, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই।
ছাত্রীনিবাস প্রসঙ্গে তিনি বলেন, এটি আমার আগের আমলে করা হয়েছিল। আগামী ১৫ দিনের মধ্যে ছাত্রীনিবাসটি অন্যত্র স্থানান্তর করে নেওয়া হবে। সুবিধাজনক ও নিরাপদ একটি বাড়ি খুঁজছি আমরা।
বিডি প্রতিদিন/এমআই