চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বিদ্যালয়ের কক্ষে ১৬ জনকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন, একটি মোটরসাইকেল ও ল্যাপটপ নিয়ে গেছে ডাকাত দল। এ ছাড়া বিদ্যালয়ের পাশের তিনটি বসতঘর থেকে চারটি গরু ডাকাতি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি বাকের আলীপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রায় ১৫ জনের সশস্ত্র ডাকাত দল রাতে একটি জিপ নিয়ে এলাকায় আসে। তখন গ্রামের কিছু মানুষ পাশের গ্রামে আয়োজিত কবিগানের আসর থেকে ফিরছিলেন। এদের মধ্যে ১৬ জন গ্রামে ফেরার সময় কয়েক ধাপে ডাকাত দলের সামনে পড়েন। ডাকাত দল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে দক্ষিণ সুখছড়ি শাহ সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তাদের হাত-মুখ বেঁধে মুঠোফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। একই সময়ে পাশের তিনটি বসতঘর থেকে চারটি গরু ডাকাতি করা হয়।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার উপপরিদর্শক গোবিন্দ চন্দ্র দাশ।