সাত বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতল জিম্বাবুয়ে। ২০১৮ সালে টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের। সিলেটের অভিষেক টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে। টাইগারদের বিপক্ষে আফ্রিকান প্রতিনিধিদের সেটাই ছিল সর্বশেষ টেস্ট জয়। এরপর জিম্বাবুয়েসহ বহু দেশের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ এবং জিতেছেও। এর মধ্যে দুই দুবার জিম্বাবুয়েকে হারিয়েছেও। এবার সুযোগ ছিল সাত বছর আগের সিলেটে হারের প্রতিশোধ নেওয়ার। সুযোগ সৃষ্টি করেছিলেন মেহেদি হাসান মিরাজ। স্পিন জাদুতে রোমাঞ্চ সৃষ্টি করেছিলেন। শেষ পর্যন্ত আর প্রতিশোধ নিতে পারেনি টাইগাররা। শেষ বিকালে দুই দুটি ক্যাচ মিসের খেসারত গুনেছে একদিন হাতে রেখে ৩ উইকেটে হেরে। জিম্বাবুয়ে টেস্টটি জিতেছে রেকর্ড গড়ে। কারণ দলটি এর আগে কখনই ১৬২ রানের বেশি তাড়া করে জিতেনি। এবার জিতল ১৭৪ রান তাড়া করে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয়টি চট্টগ্রামে ২৮ এপ্রিল-২ মে। ২০১৮ সালে দুই দল দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলেছিল। টাইগাররা সিলেটে হারের প্রতিশোধ নিয়েছিল মিরপুরে। সিলেটে এখন পর্যন্ত টেস্ট হয়েছে চারটি। বাংলাদেশ জিতেছে একটি এবং হেরেছে বাকি তিনটি। সিলেটে প্রথম ইনিংসে নাজমুল বাহিনীর ১৯১ রানের জবাবে সফরকারীরা করেছিল ২৭৩ রান। দ্বিতীয় ইনিংসে নাজমুলরা ২৫৫ রান করে টার্গেট দিয়েছিল ১৭৪ রানের। সফরকারীরা ৫০.১ ওভারে সেটা টপকে যায় ওপেনার ব্রায়ান বেনেটের ৫৭ ও ৫৪ রানে। দুর্দান্ত বোলিং করে টেস্টসেরা হয়েছেন মুঝারাবানি ৯ উইকেট নিয়ে। সিলেটের আগে ১০ টেস্টে জিম্বাবুয়ে জয়ের মুখ দেখেনি। ৮টি হেরেছে এবং ড্র করেছে দুটি। দলটি সর্বশেষ জিতেছিল ৪ বছর আগে ২০২১ সালে, আবুধাবিতে ১০ উইকেটে হারিয়েছিল আফগানিস্তানকে। এরপর গত চার বছরে আরও ছয়টি সিরিজ খেললেও জয়ের মুখ দেখেনি। জিম্বাবুয়ে এবারের আগে সর্বশেষ বাংলাদেশে এসেছিল ২০২০ সালে। এক টেস্ট ম্যাচের সিরিজটি জিতেছিল টাইগাররা। চলতি বছর নাজমুল বাহিনী প্রথম টেস্ট খেলল এবং ব্যাটিং ব্যর্থতায় হারল একদিন হাতে রেখে। যদিও ম্যাচে ফিরিয়েছিলেন মেহেদি মিরাজের দুর্দান্ত বোলিংয়ে। দুই ইনিংসে ৫টি করে ১০ উইকেট নেন তিনি। তার ঘূর্ণিতে শেষ বিকালে শতভাগ রোমাঞ্চ ছড়ায় টেস্টটি। নাজমুল বাহিনী জয়োৎসব করতে পারেনি তিন ওভারের ব্যবধানে বদলি ফিল্ডার জাকির হাসান ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে দুই দুটি ক্যাচ মিস করে। টাইগাররা হারলেও রেকর্ড বুকে নাম লিখেছেন মেহেদি মিরাজ। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে মেহেদি মিরাজ ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। মিরাজের উইকেট ৫২ টেস্টে ২০০, তাইজুলের ৫২ টেস্টে ২১৯ ও সাকিবের উইকেট ৭১ টেস্টে ২৭৬।
শিরোনাম
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
- মন্সিগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৪
- তীব্র গরমে আজও পুড়বে ঢাকাসহ আট জেলা
- এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনায় নিহত ৫৮৮ : রোড সেফটি ফাউন্ডেশন
- উলিপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ এখনও উদ্ধার হয়নি
- ভারতে বাংলাদেশি প্রবাসী সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্টদের ইউটিউব চ্যানেলও বন্ধ
- আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল চায় এনসিপি
- যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক বিজয়’ বললেন পাক প্রধানমন্ত্রী
- মাদককাণ্ডে কারাদণ্ডের পরিবর্তে ম্যাকগিলকে অন্যরকম শাস্তি
- গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
- গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সিনেমা জগতের কাউকে বিয়ে করতে চাননি মাধুরীর স্বামী
- ঢাকাসহ ৮ জেলায় তীব্র তাপপ্রবাহের আভাস
- আওয়ামী লীগের কার্যক্রম কেবল নিষিদ্ধ করে থেমে গেলে চলবে না : ইশরাক
- কোহলিকে অবসর না নিতে অনুরোধ লারার
- সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
রোমাঞ্চ ছড়ানো টেস্ট জিতল জিম্বাবুয়ে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর