সাত বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতল জিম্বাবুয়ে। ২০১৮ সালে টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের। সিলেটের অভিষেক টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে। টাইগারদের বিপক্ষে আফ্রিকান প্রতিনিধিদের সেটাই ছিল সর্বশেষ টেস্ট জয়। এরপর জিম্বাবুয়েসহ বহু দেশের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ এবং জিতেছেও। এর মধ্যে দুই দুবার জিম্বাবুয়েকে হারিয়েছেও। এবার সুযোগ ছিল সাত বছর আগের সিলেটে হারের প্রতিশোধ নেওয়ার। সুযোগ সৃষ্টি করেছিলেন মেহেদি হাসান মিরাজ। স্পিন জাদুতে রোমাঞ্চ সৃষ্টি করেছিলেন। শেষ পর্যন্ত আর প্রতিশোধ নিতে পারেনি টাইগাররা। শেষ বিকালে দুই দুটি ক্যাচ মিসের খেসারত গুনেছে একদিন হাতে রেখে ৩ উইকেটে হেরে। জিম্বাবুয়ে টেস্টটি জিতেছে রেকর্ড গড়ে। কারণ দলটি এর আগে কখনই ১৬২ রানের বেশি তাড়া করে জিতেনি। এবার জিতল ১৭৪ রান তাড়া করে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয়টি চট্টগ্রামে ২৮ এপ্রিল-২ মে। ২০১৮ সালে দুই দল দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলেছিল। টাইগাররা সিলেটে হারের প্রতিশোধ নিয়েছিল মিরপুরে। সিলেটে এখন পর্যন্ত টেস্ট হয়েছে চারটি। বাংলাদেশ জিতেছে একটি এবং হেরেছে বাকি তিনটি। সিলেটে প্রথম ইনিংসে নাজমুল বাহিনীর ১৯১ রানের জবাবে সফরকারীরা করেছিল ২৭৩ রান। দ্বিতীয় ইনিংসে নাজমুলরা ২৫৫ রান করে টার্গেট দিয়েছিল ১৭৪ রানের। সফরকারীরা ৫০.১ ওভারে সেটা টপকে যায় ওপেনার ব্রায়ান বেনেটের ৫৭ ও ৫৪ রানে। দুর্দান্ত বোলিং করে টেস্টসেরা হয়েছেন মুঝারাবানি ৯ উইকেট নিয়ে। সিলেটের আগে ১০ টেস্টে জিম্বাবুয়ে জয়ের মুখ দেখেনি। ৮টি হেরেছে এবং ড্র করেছে দুটি। দলটি সর্বশেষ জিতেছিল ৪ বছর আগে ২০২১ সালে, আবুধাবিতে ১০ উইকেটে হারিয়েছিল আফগানিস্তানকে। এরপর গত চার বছরে আরও ছয়টি সিরিজ খেললেও জয়ের মুখ দেখেনি। জিম্বাবুয়ে এবারের আগে সর্বশেষ বাংলাদেশে এসেছিল ২০২০ সালে। এক টেস্ট ম্যাচের সিরিজটি জিতেছিল টাইগাররা। চলতি বছর নাজমুল বাহিনী প্রথম টেস্ট খেলল এবং ব্যাটিং ব্যর্থতায় হারল একদিন হাতে রেখে। যদিও ম্যাচে ফিরিয়েছিলেন মেহেদি মিরাজের দুর্দান্ত বোলিংয়ে। দুই ইনিংসে ৫টি করে ১০ উইকেট নেন তিনি। তার ঘূর্ণিতে শেষ বিকালে শতভাগ রোমাঞ্চ ছড়ায় টেস্টটি। নাজমুল বাহিনী জয়োৎসব করতে পারেনি তিন ওভারের ব্যবধানে বদলি ফিল্ডার জাকির হাসান ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে দুই দুটি ক্যাচ মিস করে। টাইগাররা হারলেও রেকর্ড বুকে নাম লিখেছেন মেহেদি মিরাজ। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে মেহেদি মিরাজ ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। মিরাজের উইকেট ৫২ টেস্টে ২০০, তাইজুলের ৫২ টেস্টে ২১৯ ও সাকিবের উইকেট ৭১ টেস্টে ২৭৬।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
রোমাঞ্চ ছড়ানো টেস্ট জিতল জিম্বাবুয়ে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর