কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবর দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার বিকেলে জেলা শহরের নিজ বাসভবন থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আমজাদ হোসেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং জেলা আইনজীবী বারের সাবেক সাধারণ সম্পাদক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় তিনি তদন্তে প্রাপ্ত আসামি।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) নওসাদ আলী বলেন, গ্রেফতার আমজাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। আদালত বুধবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন। একই সঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/নাজিম