ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীন ও রাশিয়াকে তার দেশের দুই কৌশলগত অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। তিনি ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফা আলোচনার আগে পরামর্শের জন্য বেইজিংয়ে গেছেন।
বুধবার চীনের রাজধানীতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে আব্বাস আরাঘচি বলেন, চীন ও রাশিয়া দুটি কৌশলগত অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু। যারা কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন ক্ষেত্রে তাদের সাথে আমাদের ক্রমাগত এবং অবিরাম পরামর্শ থাকা স্বাভাবিক। চীনে আমাদের বন্ধুদের চলমান বিষয়গুলি সম্পর্কে সম্পূর্ণ অবহিত রাখা এবং তাদের সাথে পরামর্শ করা আমাদের জন্য জরুরি।
গত সপ্তাহে মস্কোতে রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একই রকম বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরাঘচি বেইজিংয়ে ভালো আলোচনার আশা প্রকাশ করেছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বার্তা চীনা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন অতীতে ইরানের পারমাণবিক ইস্যুতে গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক ভূমিকা পালন করেছে। অবশ্যই এই ভূমিকা অব্যাহত রাখা উচিত। নিরাপত্তা পরিষদের সদস্য, (আইএইএ) বোর্ড অফ গভর্নরসের সদস্য, ইরানের অংশীদার এবং পারমাণবিক বিষয়ে একটি দেশ হিসেবে আমরা চীনের সাথে আমাদের পরামর্শ অব্যাহত রাখব।
আরাঘচি বলেন, চীন সর্বদা ইরানের পারমাণবিক ইস্যুতে গঠনমূলক অবস্থান ধরে রেখেছে এবং আমরা চীনের গঠনমূলক এবং ইতিবাচক অবস্থানের প্রশংসা করি। বর্তমানে, চীনের অবস্থান চলমান আলোচনাকে সমর্থন করে। তারা সহায়তা ও সহযোগিতা করার জন্যও প্রস্তুতি প্রকাশ করেছে, যার বিস্তারিত আমরা আজ আলোচনা করব।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল