বাংলাদেশকে খাদের কিনারা থেকে তুলে আনা হয়েছে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়বে না। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) প্রধান তুলসী গ্যাবার্ড। তার মন্তব্যের ফলে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে আমাদের অর্থনীতিতে বহুপক্ষীয় বা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না।
লাইটার জাহাজে সয়াবিন তেল ভাসছে, অথচ বাজারে তেল নেই, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সয়াবিন ভাসছে, এটা আমাদের দৃষ্টিতে আসছে। ব্যবসায়ীরা অনেক সময় নানা রকম টালবাহনা করে। যাই হোক আমরা চেষ্টা করছি। যত বেশি চালাক হবে, আমাদের আরেকটু বেশি চালাক হয়ে কাজ করতে হবে। ‘গার্ডিয়ান’ পত্রিকার সাংবাদিক বাংলাদেশ সফর শেষে লিখেছেন- বাংলাদেশ খাদের কিনারায় আছে। তিনি কেন এটা বললেন বলে আপনাদের মনে হয়? এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, হ্যাঁ এটা ঠিক যে খাদের কিনারায় আমরা ছিলাম। এখন খাদের কিনারা থেকে আমরা রিটার্ন করে চলে আসছি। অর্থনীতির বিষয় তো আমি জানি- ভিতরে কী হচ্ছে। এতো হতাশ হওয়ার কোনো কারণ নেই।
এলডিসি গ্র্যাজুয়েশন প্রসঙ্গে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এলডিসি ২০২৬ সালে একটা স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি নিয়েছি। স্মুথ মানে ধম করে নামে না, প্লেন যেমন আস্তে আস্তে নামে। আমরা এটা অলরেডি করছি। আসলে বাংলাদেশের দিকে অন্যান্য দেশ তাকিয়ে আছে। আমরা জানি বাংলাদেশের পারফরম্যান্স ওভার অল সন্তোষজনক। ভুলত্রুটি আছে তার মধ্যেও। ইভেন জাতিসংঘ বলেছে তোমরা যদি কর অন্যান্য দেশ সাহস পাবে। আর আমাদের গৌরবটা একটু বাড়বে। হয়তো কিছু কিছু প্রিপারেশন লাগবে, আমরা প্রিপারেশনে যাচ্ছি।